• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জামায়াত আমিরের জঙ্গি সম্পৃক্ততা, যা জানালো সিটিটিসি

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২, ০৮:৩৫ পিএম

জামায়াত আমিরের জঙ্গি সম্পৃক্ততা, যা জানালো সিটিটিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্প্রতি গ্রেফতার হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) তাকে গ্রেফতার করেছে। তাকে গ্রেফতারের কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও তা পরিস্কার করেছে আইনশৃঙ্খলাবাহিনীর এই সংস্থাটি। তারা জানায়, নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান এই তথ্য় নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে জামায়াতের আমির ডা. মো. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার ছেলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে গত ৯ নভেম্বর তার ছেলে ডা. রাফাত চৌধুরীকে সিলেট থেকে গ্রেফতার করে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট।

আরও পড়ুন : জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গ্রেফতার

সিটিটিসি জানায়, জামায়াতের আমিরের ছেলে গ্রেফতার ডা. রাফাত চৌধুরী নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক ছিলেন।

২০২১ সালে আরাকানে রোহিঙ্গাদের পক্ষে জিহাদের জন্য রাখাইনের সশস্ত্র সংগঠন ‘আরসা’ ও ‘আরএসও’ উভয় সংগঠনের সঙ্গে যোগাযোগ করে হিজরত (একটি উদ্দেশ্য নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে গমন) করেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ‘আরএসও’ নেতাদের সঙ্গেও বৈঠক করেন ডা. রাফাত।

এআরআই

আর্কাইভ