• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
জঙ্গি সম্পৃক্ততায় ছেলের জবানবন্দি

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গ্রেফতার

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২, ০৫:৩৬ পিএম

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

ডিএমপির সিটিটিসি ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার ছেলের জবানবন্দিতে জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ পেয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ তার ফেসবুক পোস্টে জানান, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। কী অভিযোগ বা কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন : অস্ত্রধারীদের ফাঁদে পুলিশ, গোলাগুলিতে নিহত ৬

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামী। আগামী ২৪ ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবীতে মাঠে থাকার ঘোষণা দেয় দলটি।

এর আগে গত ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেফতার করে পুলিশ।

 

এআরআই

আর্কাইভ