প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২, ০৩:১১ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বত্র গ্যাসের পাইপলাইনগুলো সংস্কার বা পুনর্নির্মাণের চলমান কাজ আরও দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। পাইপলাইনের মাধ্যমে যাতে দ্রুত গ্যাস এবং জ্বালানি সরবরাহ করা যায় সেজন্যই তিনি এ নির্দেশনা দিয়েছেন।
সোমবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ব্যয়ের ক্ষেত্রে সম্মতি লাগবে অর্থ মন্ত্রণালয়ের
মন্ত্রিপরিষদ সচিব জানান, এর ফলে গ্যাসের সিস্টেম লসসহ অন্যান্য লস কমবে। যেমন ক্যারিং কস্ট, হ্যাজার্ড—এগুলো কমে আসবে, অ্যাফেক্টিভিটি বাড়বে বলেই প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে জানান তিনি।
তিনি বলেন, ‘অনেক জায়গায় পাইপলাইন বসানোর কাজ চলছে। এগুলো খুব কুইকলি করে সাপ্লাইটা যেন যথাসম্ভব পাইপলাইনের মাধ্যমে, বিশেষ করে মেজর সাপ্লাইগুলো যেন আনা হয়। কারণ ইন্ডিভিজুয়ালি সব জায়গায় পাইপলাইন দেওয়া সম্ভব হবে না। গ্রিডলাইন যেমন মেজর জায়গায় যাচ্ছে সেরকম পাইপলাইনও মেজর জায়গায় নিয়ে গেলে, যেমন ধরুন—ঢাকা থেকে পাইপলাইন দিয়ে গ্যাস যাচ্ছে সব জায়গায়। এটার খরচ তো স্বাভাবিকভাবেই কম।’ এজন্যই পাইপলাইন খুব কুইকলি করার জন্য বলা হয়েছে বলে জানান তিনি।
এসএ/