• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ব্যয়ের ক্ষেত্রে সম্মতি লাগবে অর্থ মন্ত্রণালয়ের

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২, ১২:১১ এএম

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ব্যয়ের ক্ষেত্রে সম্মতি লাগবে অর্থ মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শতভাগ সরকারি প্রতিষ্ঠানের মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ব্যয়ের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে সম্মতি লাগবে বলে জানিয়েছেন সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সেইসঙ্গে লেজিসলেটিভ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও একই নিয়ম চলবে। সোমবার (১২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে এই কথা জানান তিনি। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

আরও পড়ুন : বিএনপির ছেড়ে দেয়া ৬ শূন্য আসনের তফসিল ১৫ ডিসেম্বর

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সম্মতি নেওয়ার বিধান রেখে ‘সরকারি চাকরি (সংশোধন) আইন, ২০২২’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রসঙ্গত, মন্ত্রিপরিষদ সচিব হিসেবে খন্দকার আনোয়ারুল ইসলামের এটিই ছিল সর্বশেষ সংবাদ সম্মেলন।

এআরআই

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ