• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
বিএনপির সাংসদদের পদত্যাগ

আসন শূণ্য ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ০৬:১৯ এএম

আসন শূণ্য ঘোষণা করে গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবেদনপত্র জমা দিয়ে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ৬ সাংসদ। তাদের সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।

রোববার (১১ ডিসেম্বর) রাতে সচিব কে এম আব্দুস সালামের স্বাক্ষরে পৃথক গেজেট প্রকাশ করা হয়।

ছয়জনের নাম উল্লেখ করে সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত পৃথক গেজেটে বলা হয়েছে, ১১ ডিসেম্বর পূর্বাহ্নে পদত্যাগ করায় একাদশ সংসদের আসনগুলো শূন্য ঘোষণা করা হলো।

বিএনপির যে ৬ সংসদ সদস্যের সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে তারা হলেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, বগুড়া-৪ আসনের মোশারফ হোসেন, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঞা এবং মহিলা আসন-৫০ এর সংসদ সদস্য রুমিন ফারহানা।

এর আগে রোববার (১১ ডিসেম্বর) সকালে বিএনপির পাঁচ সংসদ সদস্য সশরীরে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগের আবেদনপত্র জমা দেন। তাদের পাঁচজনেরই পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

শিরীন শারমিন চৌধুরী বলেন, আমার কাছে বিএনপির এমপি তাদের নিজ নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগের আবেদনপত্র জমা দিয়েছেন। পাঁচ জন সশরীরে ছিলেন। তাদের আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। আর বাকি দুজনের আবেদনপত্র যাচাই-বাছাই করে পরে সিদ্ধান্ত নেয়া হবে। আর পাঁচজনের আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। সংবিধানের ৬৭(২) ধারা অনুযায়ী, ওই আসনগুলো এখন শূন্য হয়ে গেছে।

বাকি দুই বিএনপির সংসদ সদস্যের মধ্যে আব্দুস সাত্তার অসুস্থ থাকায় এবং হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় অনুপস্থিত রয়েছেন। তাদের পদত্যাগের আবেদনপত্রের ব্যাপারে স্পিকার জানান, আব্দুস সাত্তার অসুস্থ থাকার কারণে সংসদ সচিবালয় তার স্বাক্ষর মিলিয়ে দেখবে এবং এই বিষয়ে কথা বলবে। যদি সব ঠিক থাকে তাহলে তার আবেদনপত্রও গৃহীত হবে।

আরও পড়ুন : ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এদিকে রোববার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেয়ার পর এদিন রাতেই গেজেট প্রকাশ করা হলো।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদের স্ক্যান করা স্বাক্ষর ও ই-মেইলে পাঠানো পদত্যাগপত্র ‘স্বাক্ষরযুক্ত’ বিবেচিত না হওয়ার কারণে তার পদত্যাগপত্র ফের জমা দিতে হবে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ