• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
বিনএপির সাংসদের পদত্যাগ

গেজেট প্রকাশের পর শূন্য আসনে উপনির্বাচন : ইসি আলমগীর

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২, ০৯:৫৩ পিএম

গেজেট প্রকাশের পর শূন্য আসনে উপনির্বাচন : ইসি আলমগীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির সাংসদরা। তাদের পদত্যাগের গেজেট প্রকাশের পর শূন্য আসনে উপনির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

রোববার (১১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে সবার কাছে গ্রহণযোগ্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানানোর ব্যাপারে তিনি বলেন, একটি দলের কথায় পদত্যাগ করবে না নির্বাচন কমিশন।

আরও পড়ুন : সংসদের পাঁচ আসন শূন্য, বাকী দুইজনের সিদ্ধান্ত পরে : স্পিকার

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএমের মাধ্যমে ভোট হলে ভালো। প্রথমে অভিযোগ আসে ভোটে কারচুপি হয়েছে। যেহেতু ইভিএম-এ কারচুপির সুযোগ নেই, অতএব এই অভিযোগ করার সুযোগ নেই। যিনি ভোট পাবেন, তিনি জিতবেন।

এআরআই/এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ