• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পদত্যাগ করবেন না জাপার এমপিরা: চুন্নু

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২, ০৪:২৩ এএম

পদত্যাগ করবেন না জাপার এমপিরা: চুন্নু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টি একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি। তিনি বলেছেন, বিএনপির সংসদ সদস্যরা (এমপি) পদত্যাগ করলো কি-না তার সঙ্গে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই।

শনিবার (১০ ডিসেম্বর) রাতে জাতীয় সংসদ থেকে জাপার এমপিরা পদত্যাগ করবেন কি না-এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জাপা মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টি সরকার পতনের জন্য আন্দোলন করছে না। সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য আন্দোলন করছে জাপা। আর নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের জন্য আমাদের দল রাজনীতি করছে।’

আরো পড়ুন: রোববার স্পিকারের কাছে পদত্যাগপত্র দেবেন বিএনপির এমপিরা

তিনি আরও বলেন, ‘বিএনপি তাদের রাজনৈতিক কৌশল ও মতাদর্শ অনুযায়ী রাজনীতি করছে। তাদের রাজনীতির সঙ্গে জাতীয় পার্টির রাজনীতির আদর্শগত পার্থক রয়েছে। বিএনপি তাদের সমাবেশ থেকে আন্দোলনের কৌশল হিসেবে সংসদ থেকে পদত্যাগ করার যে ঘোষণা দিয়েছে তা জাতীয় পার্টির রাজনৈতিক কৌশল থেকে অনেক ভিন্ন।’

মুজিবুল হক চুন্নু বলেন, ‘বিএনপির এমপিরা তাদের রাজনৈতিক কৌশল অনুযায়ী সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে জাতীয় পার্টির প্রতি যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। জাতীয় পার্টির নিজস্ব রাজনীতি ও আদর্শ রয়েছে। সেই নীতি ও আদর্শ  মতে রাজনৈতিক কৌশল ঠিক করে জাতীয় পার্টি আন্দোলন করছে।’

এর আগে বিকালে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশে দলটির ভাইস চেয়ারম্যান আজম খান বলেন, ‘আমাদের সাত জন সংসদ সদস্য একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। জাতীয় পার্টির এমপিদের বলব আগামীকালের মধ্যে আপনারাও পদত্যাগ করুন, জনগণের কাতারে চলে আসুন।’

এসএ/

আর্কাইভ