• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সমাবেশ নস্যাৎ করতেই তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে: আফরোজা আব্বাস

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২, ০১:১৮ এএম

সমাবেশ নস্যাৎ করতেই তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে: আফরোজা আব্বাস

আদালত প্রতিবেদক

বিএনপির গণসমাবেশ নস্যাৎ করতেই তথাকথিত মামলা দিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে কারাগারে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন আফরোজা আব্বাস।

শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের নিচে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মির্জা আব্বাস পত্নী এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘গতকাল বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসে আজ পাতানো মামলায় তাদেরকে জামিন না দিয়ে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন। সরকার আগামীকালের সমাবেশকে নস্যাৎ করার জন্যই তো মহাসচিবকে ও মির্জা আব্বাসকে কারাগারে পাঠিয়েছে। কিন্তু বিএনপি সমাবেশ করবেই।’

আরো পড়ুন: গোলাপবাগ মাঠে বিএনপির নেতাকর্মীরা

বিএনপি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘যে মামলায় মহাসচিব ও মির্জা আব্বাসকে কারাগারে পাঠিয়েছে সেই মামলার দুজন আসামিকে ইতোমধ্যে জামিন দিয়েছে। আমরা আদালতকে বলেছি মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বয়স্ক এবং অসুস্থ। ওষুধ ছাড়া তাদের স্বাভাবিক জীবনযাপন চলে না। আগামীকাল একটি জনসভা আছে। সেখানে মির্জা ফখরুল প্রধান অতিথি এবং মির্জা আব্বাস বিশেষ অতিথি। তারা শান্তিপূর্ণ রাজনীতি করে ইতিমধ্যে আপনারা দেখেছেন।’

এসএ/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ