• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় দেশে গ্রেফতার ১৩২৯

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২, ০৬:২২ এএম

পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় দেশে গ্রেফতার ১৩২৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশব্যাপী চলছে পুলিশের বিশেষ অভিযান। অভিযানের চতুর্থ দিনে সারাদেশে ১ হাজার ৩১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে আটকদের বিরুদ্ধে সারাদেশের বিভিন্ন থানায় ৪০৫টি মামলা করা হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান।

পুলিশের এ কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২২৪টি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ১ হাজার ৩১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

যদিও এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বলা হয়, বিশেষ অভিযানের অংশ হিসেবে ঢাকা মহানগর এলাকা থেকে ২৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

আর্কাইভ