• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘উন্নয়নের পথে দুটি দেশ, বন্ধু জাপান বাংলাদেশ’

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২, ১০:৩০ পিএম

‘উন্নয়নের পথে দুটি দেশ, বন্ধু জাপান বাংলাদেশ’

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার তিনটি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৩শ শিশু শিক্ষার্থী জাপানি উপহারসামগ্রী পেয়েছে। জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান টেককেন করপোরেশনের কর্মকর্তারা সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে শিশুদের হাতে একটি করে টি-শার্ট, ক্যাপ ও মগ তুলে দেন। এ সময় টেককেন করপোরেশনের প্রকল্প ব্যবস্থাপক কাজুও তাকেউছি, উপ-প্রকল্প ব্যবস্থাপক তেছুয়া মাতুয়ামা, উপ-মহাব্যবস্থাপক হিরোকাজু ইপ্পনছুগ, ব্যবস্থাপক নাওমি ওয়াতানাবে, ব্যবস্থাপক (প্রশাসন) আল আমিন সরকার ও জ্যেষ্ঠ নির্বাহী (প্রশাসন) ফকরুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

লোহাগড়ার টি-চরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাইটকুমড়া-মিতালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে এ উপহারসামগ্রী দেয়া হয়। এ সময় জাপানি কর্মকর্তারাসহ শিশু শিক্ষার্থীরা একসঙ্গে স্লোগান দেয় ‘উন্নয়নের পথে দুটি দেশ, বন্ধু জাপান বাংলাদেশ।’



এদিকে, উপহার সামগ্রী পেয়ে আনন্দিত মাইটকুমড়া-মিতালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী লামিম শেখ, সালমান মোল্লা, শ্রুতি কর্মকার, প্রিয়াংকা কর্মকার, জান্নাতি খানম, শুভশ্রী, খাদিজা এবং টি-চরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শোভা, মরিয়াম, ইতি ও রিংকিসহ তিনটি বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা।

প্রকল্প ব্যবস্থাপক কাজুও তাকেউছি বলেন, টেককেন করপোরেশন কালনা এলাকায় বাংলাদেশে প্রথম ছয় লেনের ‘মধুমতি সেতু’ নির্মাণ করেছে। গত ১০ অক্টোবর ‘মধুমতি সেতু’ উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের কর্মকর্তারা দীর্ঘদিন কালনা এলাকায় ছিলেন। সঙ্গত কারণে এ এলাকার (কালনা) শিশু শিক্ষার্থীদের হাতে উপহারগুলো তুলে দিতে পেরে খুশি আমরা।


এএল/ 

আর্কাইভ