• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
গাইবান্ধা-৫ উপনির্বাচন

প্রমাণ মিলেছে ১২৫ প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে অবহেলার

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ০৯:২১ পিএম

প্রমাণ মিলেছে ১২৫ প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে অবহেলার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনিয়মের কারণে স্থগিত করা হয়েছিল গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন। সেই  উপনির্বাচনে ১২৫ কেন্দ্রের কর্মকর্তাদের দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পেয়েছে নিয়োগকারী প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে এক মাসের মধ্যে ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) জানাবে তারা।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের কাছে চিঠি দেবে ইসি।’

এ ছাড়া রিটার্নিং অফিসার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে ইসি।

এআরআই/এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ