প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ০৭:৩৬ পিএম
আগামী মার্চের পর বিদ্যুৎ সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিন বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে এ সংকট কেটে যাবে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর ডিপিডিসি এলাকা পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।
নসরুল হামিদ বলেন, ‘গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়বে কিনা সে ব্যাপারে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি।
এ ছাড়া বাইরে থেকে এলএনজি আমদানি করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি কেনা হবে।’
আগামী ৫-৬ বছরের মধ্যে ঢাকার একটি বড় অংশ আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ ক্যাবলের আওতায় আসবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।
এআরআই/এএল