• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ০২:০৮ এএম

৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধ

বাংলাদেশ রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের জন্য আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। বুধবার (৩০ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেণ্ডারিয়া অংশে তিনটি আলাদা  রেললাইনের নির্মাণ কাজ চলমান রয়েছে। কাজটি দ্রুত সম্পন্ন করতে ঢাকা- নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সব ট্রেন ৪ ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে।
 

তবে কতদিন ট্রেন চলাচল বন্ধ থাকবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্রুত কাজ শেষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।

তবে রেল কর্মকর্তাদের ধারণা, অন্তত সাড়ে তিন মাস সময় এ কাজে লাগতে পারে।

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ রেল‌ওয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের দৈর্ঘ্য ১২ দশমিক ১ কিলোমিটার। এই রুটে প্রতিদিন ২৬টি ট্রেনে ঢাকায় অন্তত ৩০ হাজার মানুষের যাতায়াত।

 

সাজেদ/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ