• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নারী নির্যাতন মামলা, উপসচিবকে বাধ্যতামূলক অবসর

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২, ১০:৪০ পিএম

নারী নির্যাতন মামলা, উপসচিবকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারী নির্যাতন মামলা তুলে নিতে চাপ দেয়ায় জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক এ কে এম রেজাউল করিমকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

মঙ্গলবার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উপসচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সই করা এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ কে এম রেজাউল করিম জাতীয় গ্রন্থকেন্দ্রে পরিচালক (উপসচিব) হিসেবে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় চার্জশিট দেয়া হয়।

ওই মামলা তুলে তিনি বাদীকে ভয় ভীতি প্রদর্শন, হুমকি প্রদান ও শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ করে তার বিরুদ্ধে থানায় আরেকটি ফৌজদারি মামলা হয়। তিনি আদালতে আত্মসমর্পন করে জামিনে থাকায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ এর অভিযোগে বিভাগীয় মামলায় তাকে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, শুনানিতে তার জবাব ও বক্তব্য সন্তোষজনক বিবেচিত না হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলায় আনা অভিযোগ তদন্ত করার জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ প্রেক্ষাপটে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।

জানা যায়, ২০১৭ সালে মোহাম্মদপুর সরকারি কলেজের এক ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন রেজাউল করিম। ওই সময় তিনি সময় তিনি কলেজের অধ্যক্ষ ছিলেন। পরে উপসচিব হয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্ত জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পান।

আইএ/

আর্কাইভ