• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জঙ্গি ছিনতাইয়ে জড়িত প্রত্যেকেই শীর্ষ জঙ্গি-সিটিটিসি প্রধান

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২২, ১২:৫০ এএম

জঙ্গি ছিনতাইয়ে জড়িত প্রত্যেকেই শীর্ষ জঙ্গি-সিটিটিসি প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

 আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিদের ছিনতাইয়ে জড়িত প্রত্যেকেই শীর্ষ জঙ্গি। তাদেরকে সনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে এখুনি নাম প্রকাশ করা যাচ্ছেনা।

সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্টার টেরোরিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান আসাদুজ্জামান।

তিনি বলেন, সবাইকেই শনাক্ত করা হয়েছে। দ্রুত গ্রেফতারও হবে।

প্রসঙ্গত, রোববার দুপুরে ঢাকার জজ আদালতের সামনে থেকে দুটি মোটরসাইকেলে করে চারজন লোক এসে পুলিশের চোখে স্প্রে করে আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। তারা প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

আসামিরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরের মইনুল হাসান শামীম এবং লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেটেশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব।

আইএ/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ