• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

সংসদে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ

প্রকাশিত: জুন ১৬, ২০২১, ০৭:১৪ পিএম

সংসদে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাঁধের দাবিতে সংসদে প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন পটুয়াখালী- আসনের সংসদ সদস্য এস এম শাহাজাদা। নির্বাচনী এলাকায় জনগণের চাপে পড়ায় তিনি এমন প্রতিবাদ জানান।

বুধবার (১৬ জুন) দুপুরে সংসদের চলমান বাজেট বিষয়ক আলোচনায় নিজ এলাকার দুর্দশার কথা তুলে ধরে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান তিনি।

নির্বাচনী এলাকায় জনগণের রোষানলে পড়তে হয় বলেই জনগণের পক্ষে এই প্রতিবাদ জানিয়েছেন উল্লেখ করে এস এম শাহাজাদা বলেন, ‘ঘূর্ণিঝড় ইয়াসে দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই এলাকার বেশির ভাগ চরেই বেড়িবাঁধও নির্মাণ করা হয়নি। ঘূর্ণিঝড়ের পর ত্রাণ নিয়ে গেলেও সাধারণ মানুষের রোষানলে পড়তে হয়েছে।

তবে বক্তব্যের জন্য নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় এস এম শাহাজাদার প্রতিবাদের মাঝেই মাইক বন্ধ করে দেয়া হয়।

ডব্লিউএস/এম. জামান

আর্কাইভ