• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

`লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে আপ্রাণ চেষ্টা করছে নির্বাচন কমিশন‍‍`

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২, ১২:৫৯ এএম

`লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে আপ্রাণ চেষ্টা করছে নির্বাচন কমিশন‍‍`

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

নির্বাচন আয়োজন করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে আপ্রাণ চেষ্টা করছে নির্বাচন কমিশন। আমি মনে করি, এই মুহূর্তে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত রয়েছে। এখন শুধু প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও অংশগ্রহণ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৩০০ আসনের ভোটকেন্দ্রে সাড়ে তিন থেকে চার লাখ সিসি ক্যামেরা প্রয়োজন। আমাদের ইচ্ছা রয়েছে সব কেন্দ্রে ক্যামেরা বসানোর। তবে বিষয়টি এ মুহূর্তে আলোচনার পর্যায়ে রয়েছে। কারণ, সাড়ে তিন থেকে চার লাখ ক্যামেরার ফুটেজ দেখে সিদ্ধান্ত নেওয়া কঠিন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী, জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান, নির্বাচন অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

আইএ/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ