• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

উত্তরার বস্তিতে আগুন

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২২, ১১:৪৮ পিএম

উত্তরার বস্তিতে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরের বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এছাড়া আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

শনিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, উত্তরা ৮ নম্বর সেক্টর বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। এছাড়া আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

আইএ/

আর্কাইভ