• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গরীব মানুষের অবস্থার পরিবর্তনে ও তাদের সহায়তায় কাজ করে যাচ্ছে সরকার

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২২, ০৬:৫১ এএম

গরীব মানুষের অবস্থার পরিবর্তনে ও তাদের সহায়তায় কাজ করে যাচ্ছে সরকার

পঞ্চগড় প্রতিনিধি

রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগসহ নানা বিপদ-আপদে আর্থিক ক্ষতিগ্রস্ত অসহায় গরীব মানুষের অবস্থার পরিবর্তনে তাদের সহায়তায় কাজ করে যাচ্ছে সরকার। এ জন্য সরকারি স্থানীয় প্রশাসন ও দলের পক্ষে সকল প্রকার সহযোগীতা করা হবে। 

তিনি শুক্রবার (১৮ নভেম্বর) সকালে পঞ্চগড় বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। 

এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পঞ্চগড় বাজারের ৬৫টি দোকান ঘর আগুনে পুড়ে যায়।

 

এসএই/এএল

আর্কাইভ