প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২, ১১:৫৫ পিএম
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক প্রতিযোগিতার পরিবর্তে জ্ঞানের আরো চর্চা বাড়ানো উচিত। বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু পাঠদানের মাধ্যমে ডিগ্রি দেওয়া নয়, জ্ঞানের বহুমুখী দ্বার উন্মোচিত করা এর কাজ।
শুক্রবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে আনন্দ শোভাযাত্রা, শ্রদ্ধা জ্ঞাপন, প্রবন্ধ উপস্থাপন, স্মৃতিচারণমূলক বক্তব্যের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন হয়।
উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন।
স্মৃতিচারণ করে হাসান মাহমুদ বলেন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ৪১ বছর আগে চবিতে ভর্তি হয়েছিলাম। আমাদের সময়ে প্রচণ্ড সেশনজট ছিল। কিন্তু এখনো মনে হয় বিশ্ববিদ্যালয়ের দিনগুলোই সবচেয়ে সুন্দর সময়। আমি বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। কিন্তু আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে সবচেয়ে সুন্দর মনে হয়। প্রকৃতি যেভাবে চবিকে সাজিয়েছে তা পৃথিবীর খুব কম বিশ্ববিদ্যালয়েই আছে।
তিনি আরও বলেন, আমি প্রস্তাব রাখছি বিশ্ববিদ্যালয় যেন একটি কোয়ালিটি জার্নাল প্রকাশ করে। যেখানে বিশ্ববিদ্যালয় ও বাইরের সেরা গবেষণা প্রকাশ করা হয়। সেটি আন্তর্জাতিকভাবে প্রচারের ব্যবস্থা করা।
এর আগে ১৯৬৬ সালের ১৮ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় প্রতিষ্ঠা লাভ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে দিনটি উদযাপন করছে চবি।
আইএ/