• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যশোর সীমান্তে একদিনে ২৭ কেজি স্বর্ণ জব্দ

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২, ০৩:৩৩ এএম

যশোর সীমান্তে একদিনে ২৭ কেজি স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যশোর সীমান্ত থেকে একদিনে পৃথক অভিযানে ২৭ কেজি স্বর্ণ জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার শার্শা ও আমড়াখালী চেকপোস্টে এ দুটি অভিযান পরিচালিত হয়।  

বিকেলে যশোরের শার্শার পাঁচভূলাট সীমান্ত থেকে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ৯ কেজি ৫৫৮ গ্রাম ওজনের ৮২টি স্বর্ণের বার জব্দ করে বিজিবি।  বিজিবি সদরদফতরের মিডিয়া সেল থেকে  এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এর আগে সকালে বেনাপোল সীমান্তের আমড়াখালী চেকপোস্টে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ১৫ কোটি ৬৪ লক্ষাধিক টাকা মূল্যের ১৬ কেজি ৫১০ গ্রাম ওজনের ১১২ পিস স্বর্ণের বারসহ ২ জন পাচারকারী আটক করা হয়।

বিজিবি জানায়, একই দিনে পৃথক অভিযানে প্রায় ২৭ কেজির বেশি স্বর্ণ জব্দ করা হয়েছে। 

আইএ/এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ