• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সৈনিকের যুদ্ধক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি কার্যকর প্রশিক্ষণ : সেনাপ্রধান

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২, ০১:৪২ এএম

সৈনিকের যুদ্ধক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি কার্যকর প্রশিক্ষণ : সেনাপ্রধান

কক্সবাজার প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, কার্যকর প্রশিক্ষণই সৈনিকের সর্বোত্তম কল্যাণ এবং যুদ্ধক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রামু সেনানিবাসে ‘বাংলাদেশ সেনাবাহিনী অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২২’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শফিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে অ্যাসল্ট কোর্স। এর মাধ্যমে সাফল্যের মাত্রা নির্ণয় সহজ হয়।

তিনি বলেন, যুদ্ধকালীন সময়ে সেনাসদস্যরা নিজ নিজ শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতার সমন্বয়কে এ প্রতিযোগিতার মাধ্যমেই তুলে ধরেন।

এবারের প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ছয় স্বতন্ত্র এডিএ ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মো. ফখরুল আহসান এবং ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মুহাম্মদ জুবায়ের সালেহীনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়াও কক্সবাজার এরিয়ার সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

গত ১৩ নভেম্বর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের ১৬টি দলের অংশগ্রহণে অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আইএ/

আর্কাইভ