• ঢাকা শনিবার
    ০৪ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

১০ ডিসেম্বর বিএনপি বিশৃঙ্খলা করলে হেফাজতের মতো পরিষ্কার হয়ে যাবে

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২, ০৪:৩৬ এএম

১০ ডিসেম্বর বিএনপি বিশৃঙ্খলা করলে হেফাজতের মতো পরিষ্কার হয়ে যাবে

সিটি নিউজ ডেস্ক

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ইচ্ছে করলেই ১০ ডিসেম্বর সরকারের পতন ঘটাতে পারবে না বিএনপি। কোনো বিশৃঙ্খলা করলে হেফাজতের মতো শাপলা চত্বর ফাঁকা হয়ে যাবে। হেফাজতও এমন বলেছিল, শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল। রাতের মধ্যেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েই ছাড়বে। কিন্তু আমরা রাতে টেলিভিশনে দেখলাম শাপলা চত্বর পরিষ্কার হয়ে গেছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা স্মৃতি সংরক্ষণশালা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, সামনে জাতীয় নির্বাচন। দেশের মানুষের মন জয় করতে নানা মিথ্যাচার করছে বিএনপি। রিজার্ভ নিয়েও নানা সমালোচনা করছে। রিজার্ভ চুরি করার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, দেশে কোনো খাদ্য সংকট নেই। দেশে দুর্ভিক্ষ হবে না, পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি খাদ্য শষ্য উৎপাদন করেছেন কৃষকরা। তাছাড়া কৃষির কোনো পণ্যের দাম বাড়েনি, বাড়বে না।

তিনি আরও বলেন, রাশিয়া ও ইউক্রেন বড় রফতানিকারক দেশ। ইউক্রেনের যুদ্ধ চলমান থাকলে মানুষের একটু কষ্ট হতে পারে। তাদের যুদ্ধের প্রভাব হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জনগণকে বারবার সতর্ক করছেন। বিশ্বের অর্থনৈতিক মন্দার পূর্বাভাস হিসেবে আমাদের সতর্ক হতে হবে।

এর আগে, কৃষিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস দল। এ সময় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/এএল

আর্কাইভ