• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

কুরআন-সুন্নাহ বিরোধী কিছু করেননি প্রধানমন্ত্রী -স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২, ০৩:২১ এএম

কুরআন-সুন্নাহ বিরোধী কিছু করেননি প্রধানমন্ত্রী -স্বরাষ্ট্রমন্ত্রী

সিটি নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হৃদয় দিয়ে ইসলাম ধর্মকে ধারণ করেন। তিনি পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন- পবিত্র কুরআন-সুন্নাহর বাইরে কিছু করবেন না এবং যথার্থই আজ পর্যন্ত কুরআন ও সুন্নাহর বাইরে কিছু করেননি তিনি।

মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ার বাবুনগরীতে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম-১৫ আসনের এমপি প্রফেসর ড. আবু রেজা নদভীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাঈন উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. শহীদ আতাহুর হোসেন, বাইতুল ইজ্জতে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মসিউর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের প্রজেক্ট ডিরেক্টর আতাউর রহমান, চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি প্রবীর কুমার রায়, জেলা প্রশাসক মমিনুর রহমান,  জেলা পুলিশ সুপার এসএম শফি উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইদ্রিস কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মির্জা কচির উদ্দীন, অ্যাডভোকেট জহির উদ্দিন, বিজয় কুমার বড়ুয়া, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কওমি মাদ্রাসার শিক্ষাকে স্বীকৃতি দেয়ার জন্য অনেকে অনেক কথা বলেছেন। কিন্তু কেউ কিছু করে যেতে পারেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী তা করে দেখিয়েছেন।

বিএনপির ১০ ডিসেম্বরের কর্মসূচিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করে, জনগণের ভোটের ওপর নির্ভর করে। আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করে না। কোনো বন্দুকের নলে বিশ্বাস করে না। তারা নাকি ঢাকা দখল করে ফেলবে! তাহলে কি আমাদের খেদাই (তাড়িয়ে) দেবে? বসে পড়বে, সেখানে নাকি সরকার গঠন করে ফেলবে। আর আমাদের তাড়িয়ে দেবে। মুখে না বললেও এ রকম কথা আমরা শুনছি। সব সময় এ রকম একটা ষড়যন্ত্রের কথা হয়। এ ষড়যন্ত্র করে যারা আসে, তারা কখনো জনগণের কথা বলে না। তারা জনগণের ভোটের ওপর বিশ্বাস করে না।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণকে নিয়ে চলে। আর জনগণকে নিয়ে চলে বলেই সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নয়নের দোরগোড়ায় নিয়ে যেতে পেরেছেন।

মাদক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক আমাদের দেশে তৈরি হয় না। বিভিন্ন দেশ থেকে মাদক আমাদের দেশে আসে। আবার ট্রানজিটের মাধ্যমে নাকি দেশের বাইরেও যায়। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছি। মাদক মামলায় সর্বোচ্চ শাস্তির বিধান হয়েছে।

আইএ/এএল

আর্কাইভ