• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মহাসড়কে চলবে মোটরসাইকেল

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২, ১০:২৮ পিএম

মহাসড়কে চলবে মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের (এনআরএসসি) সভায় মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। এর মধ্যে দিয়ে মহাসড়কে মোটরসাইকেল চলাচলের যে নিষেধাজ্ঞার আলোচনা শুরু হয়েছিল তা আর থাকলো না। 

মঙ্গলবার ( ১৫ নভেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সদর দফতরে এনআরএসসির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের বিষয়টি নিয়ে সভায় আলোচনা হয়েছে। তবে আমরা নিষেধাজ্ঞা আরোপের চেয়ে বাইক নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিচ্ছি।

তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষতে থ্রি-হুইলার এবং মোটরসাইকেলের জন্য একটি নির্দেশিকা তৈরি করতে বলা হয়েছে। দ্রুততম সময়ে তারা তা পেশ করবেন।

আইএ/এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ