প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২, ১০:২৮ পিএম
জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের (এনআরএসসি) সভায় মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। এর মধ্যে দিয়ে মহাসড়কে মোটরসাইকেল চলাচলের যে নিষেধাজ্ঞার আলোচনা শুরু হয়েছিল তা আর থাকলো না।
মঙ্গলবার ( ১৫ নভেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সদর দফতরে এনআরএসসির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের বিষয়টি নিয়ে সভায় আলোচনা হয়েছে। তবে আমরা নিষেধাজ্ঞা আরোপের চেয়ে বাইক নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিচ্ছি।
তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষতে থ্রি-হুইলার এবং মোটরসাইকেলের জন্য একটি নির্দেশিকা তৈরি করতে বলা হয়েছে। দ্রুততম সময়ে তারা তা পেশ করবেন।
আইএ/এএল