• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

নতুন সময়সূচি অনুযায়ী অফিস কার্যক্রম শুরু

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২, ০৬:০৩ পিএম

নতুন সময়সূচি অনুযায়ী অফিস কার্যক্রম শুরু

সিটি নিউজ ডেস্ক

আজ থকে নতুন সময়সূচী অনুযায়ী শুরু হয়েছে অফিস। নতুন নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে । সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল অফিস এই নতুন সময় অনুযায়ী চলবে।

গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে নতুন এই সময়সূচির কথা জানান। তিনি জানান, ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। বেসরকারি অফিস, ব্যাংক-বীমা ও আদালতের সময়সূচি তারা নির্ধারণ করবে। যা আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে কার্যকর হলো।

এছাড়া নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত লেনদেন চলবে। আর আনুষাঙ্গিক কার্যক্রমের জন্য ব্যাংক খোলা থাকবে বিকাল ৫টা পর্যন্ত।

নতুন সময়সূচি অনুযায়ী অফিস শুরুর প্রথম দিন চাকরিজীবীদের বেশিরভাগকেই সময়মতো অফিসে আসতে দেখা যায়। সবার মধ্যে প্রাণোচ্ছ্বল ভাব লক্ষ্য করা গেছে।

 

এসএই

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ