• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

রাজধানীতে বিপুল পরিমাণ সরকারি ঔষধ উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ০৭:৪৫ পিএম

রাজধানীতে বিপুল পরিমাণ সরকারি ঔষধ উদ্ধার, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিপুল পরিমাণ সরকারি ঔষধ বিক্রয় করার অভিযোগে ১ জন পেশাদার ঔষধ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম –রঞ্জণ বর্মণ।

রবিবার (১৪ নভেম্বর ) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর কোতোয়ালী থানার বাবু বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ১৩ হাজার পিস Fexofast 120 Tablet, ৩ হাজার ৫০০ পিস Azithromycin Tablet ও ৩ হাজার ৫০০ পিস Cetriaxine Injection  ঔষধ উদ্ধারমূলে জব্দ করা হয়।

অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ রিমান্ডে থাকা অভিযুক্ত মোঃ ইকবাল হোসেন ওরফে রানার দেখানো ও স্বীকারোক্তিমতে রাজধানীর বাবুবাজার এর হাজী রানী মার্কেটের ৪র্থ তলায় ৯ নম্বর গোডাউন হতে  বিপুল পরিমাণ সরকারি ঔষধসহ রঞ্জণ বর্মণকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রগুণ জানায় উদ্ধারকৃত সরকারী ঔষধগুলো পুলিশ রিমান্ডে থাকা ইকবাল বিভিন্ন পরিবহনের মাধ্যমে কুমিল্লা হতে  তার কাছে প্রেরণ করতো। সে বিভিন্ন দোকানে সরকারি ঔষধগুলো বিক্রয় করতো।

উল্লেখ্য, গত বুধবার (৯ নভেম্বর) রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে মোঃ ইকবাল হোসেন ওরফে রানাকে বিপুল পরিমাণ নকল ঔষধসহ গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

এ সংক্রান্তে ডিএমপির কোতোয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে মর্মে জানান গোয়েন্দা এই কর্মকর্তা।

আইএ/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ