• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বকেয়া বিল না পেয়ে তিন হাজার গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নে অভিযান

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ০৫:৪৪ পিএম

বকেয়া বিল না পেয়ে তিন হাজার গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নে অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

 বার বার সতর্ক করেও বকেয়া বিল না পেয়ে তিন হাজার আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে বিতরণ সংস্থা তিতাস। সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এই অভিযান শুরু হয়েছে। এ তথ্য জানিয়েছেন তিতাসের রাজস্ব শাখার জিএম রশিদুল আলম।

তিনি বলেন, ঢাকার রামপুরা ব্রিজ থেকে উত্তরা এবং কারওয়ান বাজার থেকে সাতারকুল পর্যন্ত এলাকা তিতাসের কুড়িল কার্যালয়ের আওতায় পড়েছে। এসব এলাকার প্রায় তিন হাজার আবাসিক গ্রাহকের বিল বকেয়া রয়েছে, যা দীর্ঘদিন তাগাদা দেয়ার পরও তারা পরিশোধ করছেন না।

রশিদুল আলম আরও বলেন, আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সারাদিন এসব সংযোগ বিচ্ছিন্ন করব। বকেয়া পরিশোধ করলে আবার সংযোগ দেয়া হবে।

জানা গেছে, মোট ৪২টি দলে ভাগ হয়ে সংযোগ বিচ্ছিন্নের অভিযান চালাচ্ছে তিতাস। তবে একদিনে সব সংযোগ বিচ্ছিন্ন করতে না পারলে অভিযান দ্বিতীয় দিনে গড়াবে।

প্রসঙ্গত, গ্যাস সংকটের কারণে দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি শিল্প ও কলকারাখানা স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে অবৈধ গ্যাস সংযোগ ও বকেয়া নিয়েও আলোচনা হচ্ছে।

আইএ/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ