• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অপহৃত নন ডা. কাউসার, আছেন ডিবি হেফাজতে

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ০৪:২১ পিএম

অপহৃত নন ডা. কাউসার, আছেন  ডিবি হেফাজতে

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে চিকিৎসক ডা. মির্জা কাউসার অপহৃত হননি। তিনি জঙ্গি সংশ্লিষ্টতায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন।

সোমবার (১৪ নভেম্বর) প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম নৌশাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার মেডিক্স কোচিং সেন্টার থেকে তাকে গাড়িতে তুলে নিয়ে যায় অজ্ঞাতরা।

অভিযুক্ত ব্যক্তির নাম ডা. মির্জা কাউসার (২৮)। তিনি প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক।

অধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম নৌশাদ খান জানান, রোববার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান হারুন অর রশিদ মোবাইলে ফোন করে বিষয়টি জানিয়েছেন। ডিবির পক্ষ থেকে ডা. কাউসারের বাবার সঙ্গেও কথা হয়েছে।

আইএ/

আর্কাইভ