• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পাঁচ যুদ্ধাপরাধীর রায় যে কোন দিন

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ০৫:০৯ এএম

পাঁচ যুদ্ধাপরাধীর রায় যে কোন দিন

আদালত প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদসহ পাঁচ আসামির বিরুদ্ধে রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এখন এ মামলায় যেকোনো দিন রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।

রোববার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন।

এ মামলায় মোট আসামি ছিলেন আটজন। এর মধ্যে ছয়জন গ্রেপ্তার হয়েছিলেন। এদের মধ্যে তিনজন কারাগারে। আর তিনজন মারা গেছেন। বাকি দুজন এখনো পলাতক।

আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন, প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন ও ব্যারিস্টার তাপস কান্তি বল। আসামি পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার, অ্যাডভোকেট মিজানুল ইসলাম ও অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ