• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ইসলামি বক্তা নিখোঁজের বিষয়টি নজরে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: জুন ১৬, ২০২১, ০১:৪৭ পিএম

ইসলামি বক্তা নিখোঁজের বিষয়টি নজরে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

ইসলামি বক্তা আবু ত্ব-হা আদনান নিখোঁজের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১৬ জুন) সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন আনসারদের ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোথায় কী অবস্থায় ওই ইসলামিক বক্তা আছেন তার রহস্য উদ্ঘাটন করা হবে। তাকে খুঁজতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। যারাই আইন ভঙ্গ করবে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। ভবিষ্যতেও এ অবস্থা বিদ্যমান থাকবে।

এরআগে আনসার একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় আনসার সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মিজানুর রহমান শামীম।

চার সফর সঙ্গীসহ গত ৮ জুন নিখোঁজ আবু ত্ব-হা মোহাম্মদ আদনান। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি তার পরিবার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে একটি চিঠি লিখেছেন আবু ত্ব-হার স্ত্রী সাবিকুন্নাহার। এ দিকে নিখোঁজ আবু ত্ব-হা আদনানের সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল।

মামুন/নির্জন

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ