• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গোপালগঞ্জে মাদক মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২২, ১১:০৭ পিএম

গোপালগঞ্জে মাদক মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের সদর উপজেলায় মাদক মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার বেদগ্রাম এলাকার সুজন শেখ, মো. রফিক মৃধা, বাটুল ওরফে রবিউল ও রঘুনাথপুর চরপাড়া এলাকার জাকির শিকদার। তাদের মধ্যে জাকির শিকদার ও মো. রফিক মৃধা পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষের সহকারী এপিপি অ্যাডভোকেট শহিদুজ্জামান খান জানান, ২০১১ সালের ১০ জুলাই গোয়েন্দা পুলিশ গোপালগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ৩০ বোতল ফেনসিডিলসহ সোনা বেগম ও মো. জিরুল্লাহকে গ্রেপ্তার করে। পরে দুই আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে গোলাবাড়িয়া এলাকা থেকে ৪৯৭ বোতল ফেনসিডিলসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরও জানান, এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো.শাহাদত হোসেন গোপালগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। তাদের মধ্যে মো. জিরুল্লাহ মারা গেছেন। এ কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়।

আইএ/

আর্কাইভ