• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নর্থ সাউথের সাবেক ২ ট্রাস্টির জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে দুদক

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২২, ০৫:৩৫ পিএম

নর্থ সাউথের সাবেক ২ ট্রাস্টির জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে দুদক

আদালত প্রতিবেদক

অর্থ আত্মসাতের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ট্রাস্টি এম এ কাশেম ও রেহেনা রহমানের জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  রোববার (১৩ নভেম্বর) হাইকোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ৩০৩ কোটি টাকা আত্মসাতের মামলায় তাদের জামিন দেয় হাইকোর্ট। এস এম কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। তবে তারা আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না।

এর আগে গত ২ আগস্ট ৩০৩ কোটি টাকা আত্মসাতের মামলায় এম এ কাশেম ও রেহেনা রহমানকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।

 

এআরআই

আর্কাইভ