• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ধামরাইয়ে কীটনাশক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২, ০৩:৫১ পিএম

ধামরাইয়ে কীটনাশক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

সিটি নিউজ ডেস্ক

ঢাকার ধামরাইয়ে একটি কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে ধামরাইয়ের কালামপুর বিসিক এলাকায় বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড এগ্রো লিমিটেড নামের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ফায়ার সার্ভিস, ডিইপিজেড ফায়ার সার্ভিস ও কল্যাণপুর ফায়ার সার্ভিসের সর্বমোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল হোসেন বলেন, প্রায় তিন ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসলে বিস্তারিত জানা যাবে।

 

আইএ/

আর্কাইভ