প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২, ১১:১৩ পিএম
জামিন পেয়েছেন ভোরের পাতার সম্পাদক কাজী এরতেজা হাসান। জালিয়াতি ও প্রতারণার অভিযোগে করা মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পাঁচ হাজার টাকা মুচলেকায় আগামী ১ ডিসেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর করেন।
এ দিন কাজী এরতাজা হাসানের আইনজীবী জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।
এর আগে গত ১ নভেম্বর রাতে খিলক্ষেত থানায় করা একটি মামলায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে পিবিআই। পরদিন ২ নভেম্বর ঢাকা মহানগর হাকিম মোশাররফ হোসেনের আদালত তার জামিন আবেদন খারিজ করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০২২ সালের ১০ জানুয়ারি রাজধানীর খিলক্ষেত থানায় মামলাটি করেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলাম ভুঁইয়া।
এআরআই