প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২, ১০:৩৯ পিএম
জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ- Bidyanondo এর নামে ভুয়া ফেসবুক পেজ খুলে বন্যার্তদের সাহায্য করার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো-আমির হোসেন শাকিল, মো: দেলোয়ার হোসেন, মো: মশিউর রহমান, মো: ইসরাফিল পাবেল ও মো: মহিন উদ্দিন।
রবিবার (৬ নভেম্বর ) সন্ধ্যায় নোয়াখালী থেকে তাদেরকে গ্রেফতার করে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ইন্টারনেট রেফারেল টিম।
গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেওয়া সিটি সাইবার পুলিশের ইন্টারনেট রেফারেল টিমের সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ জানান, বেশ কিছুদিন ধরে একদল প্রতারক জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ- Bidyanondo এর নামে ভুয়া ফেসবুক পেজ খুলে বন্যার্তদের সাহায্য করার নামে দেশবাসীদের সাথে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে কাউকে সাহায্য করছিলো না। এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রুজু করা হয়। পরবর্তী সময়ে তথ্য প্রযুক্তির সহায়তায় নোয়াখালী থেকে ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
আইএ/