• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হাইকোর্টে জামিন আবেদন ডেসটিনি চেয়ারম্যানের

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২, ০৫:৫৫ পিএম

হাইকোর্টে জামিন আবেদন ডেসটিনি চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেছেন ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন। একই সঙ্গে খালাস চেয়েও আপিল করেছেন তিনি। সোমবার (৭ নভেম্বর) দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এই তথ্য  নিশ্চিত করেছেন।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদন ও আপিল দায়ের করেন ডেসটিনির চেয়ারম্যান।

এর আগে গত ১২ মে অর্থ আত্মসাৎ ও পাচারের এক মামলায় ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে আদালত ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন।

এ ছাড়া ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন, কোম্পানি প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদসহ ৪৬ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তাদের অর্থদণ্ডও দেন আদালত।

এআরআই/এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ