• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হলো আলোচিত কাউন্সিলর খোরশেদকে

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২, ০৭:২৮ পিএম

বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হলো আলোচিত কাউন্সিলর খোরশেদকে

নিজস্ব প্রতিবেদক

বিদেশ যেতে পারলেন না নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আলোচিত কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। স্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয় তাদের।

শুক্রবার (৪ নভেম্বর) রাতে একটি ফ্লাইটে ঢাকা ছাড়ার কথা ছিল তাদের। মাকছুদুল আলম খন্দকার খোরশেদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এটি চরম অমানবিক। আমার স্ত্রীর জন্য থাইল্যান্ডের একটি হাসপাতালের চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেয়া ছিল। শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের ব্যক্তি প্রতিহিংসা চরিতার্থ করার কারণে আমাকে চিকিৎসা সেবার জন্য বাইরে যেতে দেয়া হয়নি।’

প্রসঙ্গত, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) কাউন্সিলর। করোনাকালে সামাজিক কর্মকাণ্ডে দেশব্যাপী ব্যাপক আলোচিত ও প্রশংসিত হয়েছিলেন তিনি।

এআরআই

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ