• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শাহজালালে এপিবিএনের অভিযানে ৬ স্বর্ণের বারসহ আটক ১

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২, ০১:৩৭ এএম

শাহজালালে এপিবিএনের অভিযানে ৬ স্বর্ণের বারসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে ৬টি স্বর্ণের বার ও অন্যান্য মালামালসহ এক জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) গোয়েন্দা দল। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে তাকে আটক করা হয়।

আটক ব্যাক্তির নাম- হোসাইন মাহমুদ (২৯)। তিনি ফেনী জেলার দাগনভূঁইয়া থানার বরইয়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, আটকের সময় তার কাছ থেকে ৬টি স্বর্ণের বার (ওজন ৬৯৬ গ্রাম), ২৯৬ গ্রাম স্বর্ণালংকার, চার্জারসহ ৩টি ল্যাপটপ ও ২টি আইফোন জব্দ করা হয়। জব্দ মালামালের মূল্য ৭১ লাখ ৬০ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, আটক আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ