• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

প্রথমবারের মতো দেশে পালিত হচ্ছে জাতীয় সংবিধান দিবস

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২, ১০:০৮ পিএম

প্রথমবারের মতো দেশে পালিত হচ্ছে জাতীয় সংবিধান দিবস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাধীনতার ৫০ বছর পর দেশে প্রথমবারের মতো জাতীয় সংবিধান দিবস পালিত হচ্ছে। ১৯৭২ সালে ৪ নভেম্বর স্বাধীন বাংলাদেশের সংবিধান গণপরিষদে সংবিধান গৃহীত হয়। এটি কার্যকর হয় ১৯৭২ এর ১৬ ডিসেম্বর। গেলো ৫০ বছরে ১৭ বার সংশোধন হয়েছে সংবিধান।

গত সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া নিয়ে আবার আলোচনা সামনে আসে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এবং প্রধানমস্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় সংবিধানের মর্যাদা অক্ষুন্ন রাখতে, দেশের জনগণের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সংবিধান প্রণয়নের সুবর্ণজয়ন্তীতে ৪ নভেম্বরকে ‍‍`জাতীয় সংবিধান দিবস‍‍` হিসেবে ঘোষণা- আওয়ামী লীগ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।

এআরআই

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ