• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নতুন জঙ্গি সংগঠন হিন্দাল শারক্বীয়া’র ৪ জঙ্গি গ্রেফতার

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২, ০৪:৩৪ এএম

নতুন জঙ্গি সংগঠন হিন্দাল শারক্বীয়া’র ৪ জঙ্গি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র অর্থ বিষয়ক প্রধান সমন্বয়ক ও হিজরত বিষয়ক প্রধান সমন্বয়কসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৩ নভেম্বর) কুমিল্লার লাকসামে এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র অর্থ ও হিজরত বিষয়ক প্রধান সমন্বয়কসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব। কুমিল্লার লাকসাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে ।

 

এআরআই

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ