• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

এইচএসসি পরীক্ষা নিয়ে যে নির্দেশনা দিলো ডিএমপি

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২, ০১:৫২ এএম

এইচএসসি পরীক্ষা নিয়ে যে নির্দেশনা দিলো ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশে এক যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। আগামী রোববার (৬ নভেম্বর) থেকে শুরু হবে তা। রাজধানীতে এইচএসসি বা সমমানের পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

নিষেধাজ্ঞায় জানানো হয়, এইচএসসি পরীক্ষা চলার সময় কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ।

এ আদেশ আগামী রোববার (৬ নভেম্বর) থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।

এ বছর মোট ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৩ হাজার ৪০৭ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন। এ বছর মোট দুই হাজার ৬৪৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এআরআই

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ