• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

রংপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ ২৭ ডিসেম্বর

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২, ০৭:২৯ পিএম

রংপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ ২৭ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩ নভেম্বর)  নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল সাড়ে আটটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে এ সিটি ভোটে রিটার্নিং কর্মকর্তা কে হবেন তা এখনো নির্ধারিত হয়নি। আগামী সোমবার তফসিলের বিস্তারিত জানানো হবে। আজ শুধু ভোটের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় সরকার সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, কোনো সিটির মেয়াদ শেষ হওয়ার আগে ১৮০ দিনের মধ্যে ভোট করতে হয়। সে অনুযায়ী রংপুর সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে গত ১৯ অগাস্ট থেকে।

২০১৭ সালের ২১ ডিসেম্বর সর্বশেষ এ সিটিতে নির্বাচন হয়। প্রথম সভা হয় ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছরের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি।

আইএ/এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ