
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২, ০২:২১ এএম
বিমানের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সাংবাদিকরা এমনভাবে হাইলাইট করছেন, যেন মনে হচ্ছে বড় জঙ্গি ধরা হয়েছে। বিষয়টিকে জঙ্গি ধরার মতো গুরুত্ব দিয়ে কভারেজ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
বুধবার (২ নভেম্বর) বনানী শেরাটন হোটেলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী বলেন, `ড্রাইভারদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি আপনারা এমন হাইলাইট করছেন, যেন মনে হচ্ছে বড় জঙ্গি ধরা হয়েছে। এমনভাবেই আপনারা কভারেজ দিয়েছেন।`
তিনি বলেন, `বিমানের কার্গো আনলোডের জন্য ড্রাইভার কিন্তু খুবই জরুরি। লোক না থাকলে বিমান বসে থাকবে। তাই ড্রাইভার দ্রুত নিয়োগ দিয়ে, কার্যক্রম পরিচালনা করা জরুরি। তারপরও আমরা নিয়োগ পরীক্ষা স্থগিত করেছি। কোভিড পরিস্থিতির কারণে দীর্ঘদিন সাংহাই থেকে মাল ডেলিভারি হচ্ছিল না। সেই মালামাল এসে পৌঁছেছে। এসব মাল আনলোডসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে দ্রুত লোক নিয়োগ করা দরকার।
এসএএস