• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

একদিনের রিমান্ডে ড. কাজী এরতেজা হাসান

প্রকাশিত: নভেম্বর ২, ২০২২, ০৯:৫৭ পিএম

একদিনের রিমান্ডে ড. কাজী এরতেজা হাসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জালিয়াতি ও প্রতারণার মামলায় গ্রেফতার দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক আলোচিত ড. কাজী এরতেজা হাসানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন রিমান্ডের এ আদেশ দেন।

বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কাজী এরতেজা হাসানকে আদালতে হাজির করা হয়। তাকে দুই দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর পুলিশ পরিদর্শক মেহেদী হাসান। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার (১ নভেম্বর) রাতে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকা থেকে এরতেজা হাসানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই জানায়, কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে রাজধানীর খিলক্ষেত থানায় জমি জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলার বাদী আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়ার ভাই সাইফুল ইসলাম।

গত ১ জানুয়ারি দায়ের করা এ মামলায় আরও তিনজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী।

এআরআই/এএল

আর্কাইভ