• ঢাকা বৃহস্পতিবার
    ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

রামপুরায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: নভেম্বর ২, ২০২২, ১২:৫৩ এএম

রামপুরায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা এলাকায় নিজ বাসা থেকে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিয়াজ মোর্শেদ নাদিম (২০) নামের ওই শিক্ষার্থী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টারের ছাত্র ছিলেন।

মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মোর্শেদের ভাই নাঈম বলেন, ‘রাতের যেকোনো সময় সে নিজের রুমে গলায় ফাঁস দেয়। আমরা সকালে দেখতে পাই। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠায় পুলিশ।’

তিনি আরও বলেন, ‘আমরা দুই ভাই। আমি কখনই তার কোনো অভাব অপূর্ণ রাখিনি। পরিবারের কারও সাথে তার কোনো বিষয় নিয়ে মনোমালিন্য বা কথা কাটাকাটি কিছুই হয়নি। মৃত্যুর আগে সে তার মোবাইল, ফেসবুক এবং কম্পিউটারের সবকিছু রিসেট দিয়ে গেছে। আমরা হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা ওয়াবদা রোডের বাসায় থাকছিলাম।

কারও সাথে প্রেমের সম্পর্ক ছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত আমরা কিছুই জানতে পারিনি।’

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজুল ইসলাম বলেন, ‘আমরা দুপুরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, কী কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পরিবার। তদন্ত চলছে। ময়নাতদন্তে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

এআরআই

আর্কাইভ