• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মেজবাহ্ উদ্দিন চৌধুরী

প্রকাশিত: নভেম্বর ১, ২০২২, ০১:৩৩ এএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মেজবাহ্ উদ্দিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করেছে সরকার। সোমবার (৩১ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ২৭ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের সচিব থেকে পদোন্নতি দিয়ে তাকে সিনিয়র সচিব করা হয় ।

মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‘নিম্ন বর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে উল্লিখিত কর্মস্থলে পদায়ন করা হল। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।’

মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী চলতি বছরের ২২ মে সচিব হিসেবে স্থানীয় সরকার বিভাগে যোগ দেন।

নবম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগ দেন। বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসাবে তিনি কর্মজীবন শুরু করেন।

 

এআরআই

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ