• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

১৫ নভেম্বর থেকে সরকারি অফিস সময়ের নতুন সূচি

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২, ০৯:১১ পিএম

১৫ নভেম্বর থেকে সরকারি অফিস সময়ের নতুন সূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৫ নভেম্বর থেকে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‍‍`সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে। শীত চলে আসায় আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস টাইম হবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।‍‍`

মন্ত্রিপরিষদ সচিব জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সময়সূচিতেই অফিস চলবে। বর্তমানে অফিস টাইম হলো সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

 

এসএএস

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ