• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আর নেই

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২, ০৪:৪০ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবিহ উদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‍‍`তার মৃত্যুর খবর পেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনাইটেড হাসপাতালে যাচ্ছেন। নামাজের জানাজা কখন কোথায় অনুষ্ঠিত হবে তা এখনো ঠিক করা হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরে তা জানানো হবে।‍‍`

সাবিহ উদ্দিন এক সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সচিবের দায়িত্বও পালন করেছেন।

তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেয়েছেন।

 

এসএএস/এএল

আর্কাইভ