• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

এডিস মশা এসেছে ফ্লাইট করে : স্থানীয় সরকারমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২, ১০:৪৫ পিএম

এডিস মশা এসেছে ফ্লাইট করে : স্থানীয় সরকারমন্ত্রী

আদালত প্রতিবেদক

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‍‍`বাংলাদেশে এডিস মশা ছিল না। ফ্লাইট করে হয়তো এই মশা আমাদের দেশে এসেছে। এগুলো কোনও না কোন বাহিত (ডেঙ্গু) ছিল, তারা আরও মশা প্রজনন করেছে।‍‍`

একই সঙ্গে ডেঙ্গুতে দেশে ২৬ অক্টোবর পর্যন্ত ৩৩ হাজার ৯৩০ জন আক্রান্ত হয়েছে বলে জানান তিনি।

রবিবার (৩০ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সারাদেশে মশাবাহিত রোগ-প্রতিরোধ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি আরও বলেছেন, ‍‍`প্রতিবেশী অন্যান্য দেশের তুলনায় দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কম। আমাদের এখানেতো এডিস মশা ছিল না, ডেঙ্গু রোগ ছিল না। এটাতো বাহির থেকে এসেছে। ফ্লাইটে করে প্যাসেঞ্জার আসছিল অথবা দুটি মশা আসছে। দুটি মশা এখানে এসে কোন না কোন বাহিত (ডেঙ্গু) ছিল, সে আরও মশা প্রজনন করেছে।‍‍`

তিনি বলেন, ‍‍`২০১৯ সাল থেকে ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি। ২০২০ সালে সফলতা দেখাতে সক্ষম হয়েছি। ২০২২ সালে পরিস্থিতির অবনতি লক্ষ্য করছি। যদিও পার্শ্ববর্তী দেশগুলোতে পরিস্থিতি আরও খারাপ।‍‍`

স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেছেন, ‍‍`মশার ওষুধ আমদানির ক্ষেত্রে এক ধরনের মনোপলি ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মনোপলি ভেঙেছি।‍‍`

 

এসএএস

আর্কাইভ